আন্তর্জাতিক বিরতির আগের ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে ৩ গোল খাওয়ার পর বিরতি শেষে ঘরের মাঠেও একই পরিণতি বরণ করল লিভারপুল। প্রিমিয়ার লিগে দুর্বল ফর্মে থাকা নটিংহ্যাম ফরেস্ট অ্যানফিল্ডে এসে অলরেডদের ৩-০ গোলে হারিয়ে অবনমন অঞ্চলের বাইরে উঠে গেছে।
শনিবার (২২ নভেম্বর) অ্যানফিল্ডে নটিংহ্যাম ফরেস্টের জয়ে গোলগুলো করেন মুরিলো, নিকোলো সাভোনা এবং মর্গান গিবস-হোয়াইট।
পুরো ম্যাচে লিভারপুল বল দখলে আধিপত্য দেখালেও ফল এনেছে নটিংহ্যাম। ১৩টি শটে ৩ গোল করে সফরকারীরা, বিপরীতে ২০টি শট নিয়েও গোলের দেখা পায়নি লিভারপুল।
এ ম্যাচের ফলে লিগের গত সাত ম্যাচে লিভারপুলের এটি ষষ্ঠ পরাজয়। মৌসুমের শুরুতে টানা পাঁচ জয় পেলেও এখন ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তারা নেমে গেছে ১১তম স্থানে।
অন্যদিকে টানা দুই ম্যাচে জয় তুলে নিয়ে নটিংহ্যাম ফরেস্ট ১২ পয়েন্ট নিয়ে উঠে এসেছে ১৬ নম্বরে।
ম্যাচে ৩৩ মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মুরিলো প্রথম গোল করেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৬ মিনিটে) সাভোনা ব্যবধান দ্বিগুণ করেন। আর ৭৮ মিনিটে গিবস-হোয়াইটের গোলে বড় জয় নিশ্চিত হয় নটিংহ্যামের।
বিডি প্রতিদিন/মুসা