আইএল টি-টোয়েন্টিতে নিলামের আগেই সরাসরি চুক্তিতে দলে জায়গা পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। লুক উডের বদলি হিসেবে বাঁহাতি এই পেসারকে নিয়েছিল দুবাই ক্যাপিটালস। তবে আসর শুরুর আগে তাকে ছেড়ে দিয়েছিল দলটি। এবার আবারও তাকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি, যা এক মৌসুমে দ্বিতীয়বার।
এর আগে মুস্তাফিজের বদলি হিসেবে হায়দার আলীকে দলে নিয়েছিল দুবাই। ধারণা করা হচ্ছিল, একই সময়ে বিপিএল থাকায় এই টুর্নামেন্টের জন্য এনওসি পাচ্ছেন না ফিজ, তাই তার বদলি নেওয়া হয়েছিল।
এবার আবারও মুস্তাফিজকে দলে নিলো দুবাই ক্যাপিটালস। জিএম রিতেশের বদলি হিসেবে তাকে নেওয়া হয়েছে। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেললেও এবারই প্রথম আইএলটি-২০তে একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন মুস্তাফিজ।
বাংলাদেশের আরও দুই ক্রিকেটারকে দেখা যাবে এই টুর্নামেন্টে। নিলাম থেকে দল পেয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান এবং পেসার তাসকিন আহমেদ। নিলামে প্রথম ডাকে অবিক্রিত ছিলেন সাকিব। তবে দ্বিতীয় ডাকে তাকে এমআই এমিরেটস ৪০ হাজার ডলারে দলে নিয়েছে। তাসকিন আহমেদকে দলে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স, ৮০ হাজার ডলারে।
আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হবে আইএলটি-টোয়েন্টির পরবর্তী আসর। ফাইনাল হবে ৪ জানুয়ারি। টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি, দুবাই ও শারজাহ ভেন্যুতে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস ২ ডিসেম্বর ডেজার্ট ভাইপারসের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে।
বিডি প্রতিদিন/আশিক