হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩০০ গ্রাম স্বর্ণসহ নূরুল আলম (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শনিবার (২২ নভেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচ তলায় এ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
এপিবিএন জানায়, সন্দেহজনক আচরণ দেখে পুলিশ উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে নূরুল আলমকে ধাওয়া করে আটক করা হয়। পরে তাকে এপিবিএন অফিসে নিয়ে তল্লাশি করে তার গলায় ঝুলানো হজে ব্যবহৃত ব্যাগ, পরিহিত জুব্বা এবং পায়জামার ডান পকেট থেকে মোট ১৩০০ গ্রাম স্বর্ণ ও ১৩,৯৭০ সৌদি রিয়াল উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের ক্যারেট ২১, ২২ এবং ২৪।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূরুল আলম স্বীকার করেন যে তিনি দীর্ঘদিন ধরে বিমানবন্দরের স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে যুক্ত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছেন। তিনি জানান, বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব স্বর্ণ দেশে আনতেন এবং তিনি তা গ্রহণ করতেন।
এপিবিএন জানায়, চলতি বছরে তাদের অভিযানে এখন পর্যন্ত মোট ২৮ কেজি ৫০৮.৩৮ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে।
নূরুল আলমের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন–১৩ এর অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন,'চোরাচালান রোধে বিমানবন্দর এলাকায় আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। স্বর্ণ ও মাদক চোরাচালান প্রতিরোধে এপিবিএন সবসময় সতর্ক। বিমানবন্দরকে নিরাপদ রাখতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।'
বিডি প্রতিদিন/মুসা