সড়ক দুর্ঘটনায় মারা গেছেন পাঞ্জাবি গায়ক হারমান সিধু। শুক্রবার সন্ধ্যায় মানসা থেকে নিজ গ্রাম খিয়ালা ফেরার পথে তার গাড়ির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। যদিও দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭ বছর। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।
হারমান সিধু তার হিট ক্যাসেট ট্র্যাক ‘পেপার তে পিয়ার’ দিয়ে খ্যাতি অর্জন করেন। এই গানটি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয় এবং একজন পরিচিত মঞ্চশিল্পী হিসেবেও প্রতিষ্ঠা করে।
তার অন্যান্য গানের মধ্যে রয়েছে ‘কই চক্কর নেহি’, ‘বেবে বাপু’, ‘বাব্বার শের’ এবং ‘মুলতান ভার্সেস রাশিয়া’।
হারমান সিধুর মৃত্যুতে অনুরাগীদের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে।
বিডি প্রতিদিন/কেএইচটি