ভারতের রাজধানী দিল্লিতে গাড়ি বিস্ফোরণ ও বিভিন্ন কারণে ‘চিকেন নেক’ বা ‘শিলিগুড়ি করিডর’-এর নিরাপত্তা জোরদার করতে তৎপর দেশটির কেন্দ্রীয় সরকার।
শনিবার শিলিগুড়ির সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) কার্যালয়ে অনুষ্ঠিত হলো এক উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক। দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই করিডরের নিরাপত্তা অবকাঠামো নতুন করে খতিয়ে দেখতেই এই বিশেষ বৈঠক ডাকা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ), বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ), সীমান্ত সুরক্ষা বল (এসএসবি), ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ (আইটিবিপি), রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ), জেনারেল রিজার্ভ পুলিশ (জিআরপি), ভারতীয় স্থলসেনা বাহিনী, ভারতীয় বায়ুসেনা, আর্মি ইন্টেলিজেন্স, কেন্দ্রীয় সড়ক দফতর, এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ, রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগসহ একাধিক কেন্দ্রীয় ও রাজ্য নিরাপত্তা সংস্থার শীর্ষ কর্মকর্তারা।
সূত্রের খবর, বৈঠকে ‘চিকেন নেক’ করিডরে নজরদারি আরও কঠোর করা, সীমান্ত এলাকায় দ্বিগুণ তৎপরতা চালানো এবং গুরুত্বপূর্ণ রুটগুলোতে সমন্বিত নিরাপত্তাব্যবস্থা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
উত্তর-পূর্ব ভারতকে দেশটির মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা এই করিডরে যাতে কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি না হয়- মূলত সেই বিষয়টি নিশ্চিত করতেই তৎপর বিভিন্ন নিরাপত্তা সংস্থা।
বিডি প্রতিদিন/কেএইচটি