জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের নীতিমালা ও সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা এবং আবাসন খাতে সম্পূরক বৃত্তির দাবিতে জবির কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। সেই সঙ্গে একই দাবিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও ছাত্রশিবির নিজেদের ব্যানারে আলাদা কর্মসূচি পালন করেছে।
গতকাল সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত টানা চতুর্থ দিনের মতো শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন। দাবি পূরণ না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। এ বিষয়ে জবি শাখা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্যসচিব মো. শাহিন মিয়া বলেন, আমাদের অবস্থান কর্মসূচি চলবে। মঙ্গলবার (আজ) সিন্ডিকেট বসার কথা এবং পরদিন নীতিমালা পাস হওয়ার সুবাদে আমরা ‘নো ওয়ার্ক কর্মসূচি’ পরিহার করে আন্দোলন শিথিল করেছি। পরিস্থিতি দেখে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এদিকে দুপুর দেড়টায় ভাষা শহীদ রফিক ভবনের সামনে সম্পূরক বৃত্তি দ্রুত নিশ্চিতকরণ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, ফ্যাসিস্ট শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের বিচার নিশ্চিত করে জকসু নির্বাচনের সব কার্যাবলি দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ছাত্রদলের নেতা-কর্মীরা বলেন, আমরা লংমার্চ টু যমুনা আন্দোলন করেছি ঐক্যবদ্ধভাবে। কিন্তু এখন একটি পক্ষ ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে। সম্পূরক বৃত্তির জন্য আমাদের ছাত্রদলের ভাইয়েরা তিন দিন রক্ত, ঘাম ঝরানোর পরও প্রশাসন কালক্ষেপণ করছে। শিগগিরই আমাদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি না মানলে শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলন করব।
কিছুক্ষণ পরই একই দাবিতে শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলন করে পাঁচ দফা প্রস্তাবনা দিয়েছে ছাত্রশিবির। প্রস্তাবনাসমূহ হলো-
১. বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ সিন্ডিকেট পরবর্তী সময়ে নীতিমালা ইউজিসিতে পাঠানোর পর সেটি ইউজিসির মাধ্যমে মন্ত্রণালয় থেকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে বিধি আকারে বিশ্ববিদ্যালয়ের আইনে সংযুক্ত করে নিয়ে আসতে হবে।
২. বিধি আকারে বিশ্ববিদ্যালয়ের কাছে আসা মাত্রই রোডম্যাপ ঘোষণা করে ৪৫ কার্যদিবসের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে।
৩. আগামী সাত কার্যদিবসের মধ্যে সম্পূরক বৃত্তির নীতিমালা সম্পন্ন করতে হবে।
৪. নীতিমালা সম্পন্ন করার পর ১৫ কার্যদিবসের মধ্যে বৃত্তি প্রাপ্তদের তালিকা প্রকাশ করতে হবে।
৫. বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ইউজিসি ও মন্ত্রণালয়ের সঙ্গে কোলাবরেশন করে অক্টোবর থেকে বৃত্তি কার্যক্রম শুরু করতে হবে।
এর আগে গত রবিবার প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর, রেজিস্ট্রারসহ পুরো প্রশাসনিক ভবনের কর্মকর্তাদের টানা আট ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন আন্দোলনরতরা। রাত সাড়ে ১১টায় তালা খুলে দিলে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পেয়ে রাত ১টায় ক্যাম্পাস ত্যাগ করেন তারা। শিক্ষক-কর্মকর্তারা ক্যাম্পাস ত্যাগ করলে রাতভর প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।