আফ্রিকার রাজনীতির এক প্রভাবশালী ব্যক্তিত্ব ও কেনিয়ার বিরোধী দলীয় নেতা রাইলা ওডিঙ্গা ৮০ বছর বয়সে ভারতের কেরালায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। স্থানীয় পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
দেবমাথা হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সাবেক প্রধানমন্ত্রী ওডিঙ্গা হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। গত কয়েক দশক ধরে কেনিয়ার রাজনীতিতে অন্যতম প্রভাবশালী এই নেতা ১৯৯৭ থেকে ২০২২ সাল পর্যন্ত পাঁচবার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু প্রতিবারই পরাজিত হন।
তার মৃত্যু দেশটির বিরোধী রাজনীতিতে এক বড় শূন্যতা তৈরি করবে, বিশেষ করে ২০২৭ সালের নির্বাচনের আগে।
ভারতের পুলিশ জানায়, বুধবার সকালে কেরালার এরনাকুলাম এলাকায় হাঁটতে বের হয়েছিলেন ওডিঙ্গা। সঙ্গে ছিলেন তার বোন, মেয়ে, ব্যক্তিগত চিকিৎসক এবং ভারত ও কেনিয়ার নিরাপত্তা কর্মকর্তারা। হাঁটার সময় হঠাৎ তিনি পড়ে যান।
“তাকে দ্রুত নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন,” বলেন অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণন এম।
ওডিঙ্গার দপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারাও তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। ভারতের দৈনিক মাথরুভূমি জানিয়েছে, ওডিঙ্গা কেরালার কোচি শহরে চিকিৎসা নিচ্ছিলেন।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো নাইরোবির কারেন এলাকায় ওডিঙ্গার বাসায় যান পরিবারের সদস্যদের সান্ত্বনা জানাতে।
কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো রাইলা ওডিঙ্গার মৃত্যুতে সাত দিনের জাতীয় শোক এবং রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার ঘোষণা দিয়েছেন। তিনি ওডিঙ্গাকে ‘কেনিয়ার সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক এবং আফ্রিকার শ্রেষ্ঠ সন্তান’ বলে অভিহিত করেছেন। সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/নাজিম