দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আমাজনীয় একটি সম্প্রদায়ে মাদক চাষ এবং ভিন্নমতাবলম্বী গেরিলাদের আবাসস্থলে ৩৩ জন কলম্বিয়ান সৈন্যকে তিন দিন ধরে বন্দি করে রাখার পর বৃহস্পতিবার সব সৈন্যকে মুক্তি দেওয়া হয়েছে।
শুক্রবার দেশটির ন্যায়পালের অফিস এ কথা জানিয়েছে।
সোমবার গেরিলাদের সাথে সৈন্যদের তীব্র সংঘর্ষ হয়। এরপর স্থানীয় গ্রামবাসীরা সৈন্যদের পালানোর গতি রোধে রাস্তা অবরোধ করে রাখে। বামপন্থী গুস্তাভো পেট্রোর সরকার এই ঘটনাকে অপহরণ বলে মনে করে।
ন্যায়পালের অফিসের অধিকার গোষ্ঠীর প্রধান আইরিস মেরিন এক্স-এ এক বার্তায় বলেছেন, “এই মুহূর্তে সৈন্যরা গ্রাম থেকে সরে যাচ্ছেন।” সূত্র: দ্য নিউজিল্যান্ড হেরাল্ড, ফ্রান্স২৪
বিডি প্রতিদিন/একেএ