দুই দশক পর ভারতে কনসার্ট করতে আসেন ‘গ্লোবাল স্টার’ এনরিক ইগলেসিয়াস। সেখানে ভিড় জমান বলিউড তারকারা। বুধবার সন্ধ্যায় নাচের তালে কনসার্ট উপভোগ করেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরাও। পরের দিনই হাসপাতালে ছুটলেন এ ‘আইটেম কন্যা’।
বৃহস্পতিবার সকালে ছেলে আরহান খানকে নিয়ে লীলাবতী হাসপাতালে দেখা যায় মালাইকাকে। পরনে কালো ট্র্যাকস্যুট, জ্যাকেট। হাতে পানির বোতল। মাস্কে ঢাকা মুখ। চেহারায় মেকআপের লেশমাত্র নেই। এভাবেই হাসপাতাল থেকে বেরোতে দেখা যায় মা-ছেলেকে।
বিষয়টি নিয়ে কৌতূহল বেড়েছে অভিনেত্রীর ভক্ত মহলে।
বলিউড মাধ্যম সূত্রে খবর, রুটিন চেকআপের জন্যই হাসপাতালে গিয়েছিলেন মালাইকা। যদিও অভিনেত্রীর টিমের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, গুরুতর কিছু ঘটেনি।
উল্লেখ্য, বুধবার রাতে বান্দ্রার কুর্লা কমপ্লেক্সের এমএমআরডিএ গ্রাউন্ডে এনরিক ইগলেসিয়াসের কনসার্টে রাকুলপ্রীত সিং, জ্যাকি ভাগনানিদের সঙ্গে দেখা যায় মালাইকাকে।
বিডি প্রতিদিন/কেএইচটি