সম্প্রতি কর্মক্ষেত্রে ৮ ঘণ্টার শিফটের দাবি তুলে বিতর্কের কেন্দ্রে আসেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এর জেরে দুটি বিগ বাজেটের ছবি হাতছাড়া হয় তার। তারপরও নিজের সিদ্ধান্তে অনড় অভিনেত্রী। দীপিকার এই দাবিকে সমর্থন জানিয়েছেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক।
তিনি বলেন, আমার মনে হয়, দীপিকার যখন সন্তান হয়, নতুন মা হিসেবে তিনি ৮ ঘণ্টা কাজ করতে চেয়েছিলেন। এটা ন্যায্য দাবি, এখানে অন্যায় চাওয়া কিছু নেই। তবে এরসঙ্গে তিনি প্রযোজনা সংস্থার দিকটিও তুলে ধরেছেন।
কোয়েল বলেন, যখন বড় বাজেটের প্রোডাকশন হয় এবং বড় সেট তৈরি করা হয়, তখন প্রতি ঘণ্টার একটা খরচ থাকে। এ ক্ষেত্রে বিষয়টা পারস্পরিক বোঝাপড়ার ওপর নির্ভর করে।
অভিনেত্রীর দাবি, একেক সময় কী হয়, যখন অনেক বড় প্রোডাকশন হয়, একটা বড় সেট তৈরি করা হলো। সেই সেটের একটা প্রতিদিনের খরচ রয়েছে, প্রতিটা ঘণ্টার খরচ রয়েছে। সে রকম যদি হয়, সেখানে নিজেদের মধ্যেই একটা বোঝাপড়া হয়ে যায়।
কোয়েল বর্তমানে দুই সন্তানের জননী। পরিবার সামলে চলচ্চিত্রে কাজ করে চলেছেন সমান তালে। চলতি বছর একাধিক ছবি মুক্তি পেয়েছে এ অভিনেত্রীর।
বিডি প্রতিদিন/কেএইচটি