ব্রাহ্মণ সম্প্রদায়ের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন বলিউড পরিচালক ও অভিনেতা অনুরাগ কাশ্যপ। ইতোমধ্যে তিনি এই মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। তবে এতেও শান্ত হননি ব্রাহ্মণ সম্প্রদায়ের একাংশ। বরং তারা ঘোষণা দিয়েছেন, অনুরাগ কাশ্যপের মুখে কালি ছেটালে নগদ ১ লাখ রুপি পুরস্কার দেওয়া হবে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত শনিবার ব্রাহ্মণ সম্প্রদায়ের একটি গোষ্ঠী বৈঠক করে। সেখানে একজন পণ্ডিত বলেন, “অনুরাগ কাশ্যপের মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। ব্রাহ্মণ সম্প্রদায়ের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করে তিনি যে অপমান করেছেন, তার শিক্ষা দেওয়া উচিত।” এই বৈঠকে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে শাস্তিস্বরূপ তাঁর মুখে কালি মাখানোর নির্দেশ দেওয়া হয়। যিনি এই কাজ করতে পারবেন, তাঁকে ১ লাখ রুপি নগদ পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, পরিচালক অনন্ত মহাদেবনের আগামী ছবি ‘ফুলে’-তে সেন্সর বোর্ডের কাঁচি পড়ার পর অনন্তের পক্ষে সরব হন অনুরাগ কাশ্যপ। এই ঘটনা থেকেই বিতর্কের সূত্রপাত। সামাজিক মাধ্যমে অনুরাগের একটি পোস্টে একজন নেটিজেন তাঁকে আক্রমণ করেন। জবাবে অনুরাগ অশোভন মন্তব্য করেন, যা ব্যাপক বিতর্কের জন্ম দেয়। এরপর শুক্রবার তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। পরবর্তীতে তিনি নিজের মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেন।
বিডি প্রতিদিন/আশিক