আলোচিত-সমালোচিত বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ। কাজের বাইরেও ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই সংবাদের শিরোনামে থাকেন তিনি। এবার তাঁর বিতর্কিত মন্তব্যের জেরে পরিবারের নারীদের ধর্ষণ ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্ষমা চেয়েছেন এই পরিচালক।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, পরিচালক অনন্ত মহাদেবনের ‘ফুলে’ ছবি নিয়ে বিতর্কের সূত্রপাত। এই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ১১ এপ্রিল। প্রতীক গান্ধী ও পত্রলেখা অভিনীত এই ছবি নিয়ে ব্রাহ্মণ সম্প্রদায়ের তীব্র প্রতিক্রিয়ার কারণে মুক্তির তারিখ পিছিয়ে ২৫ এপ্রিল করা হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে অনুরাগ কাশ্যপ সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) এবং ব্রাহ্মণ সম্প্রদায়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন। তাঁর এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ব্রাহ্মণ সম্প্রদায় সামাজিক মাধ্যমে তাঁকে অপমানিত করেছে এবং তাঁর পরিবারের নারীদের ধর্ষণ ও হত্যার হুমকি দিয়েছে।
প্রসঙ্গত, ‘ফুলে’ ছবিতে সমাজ সংস্কারক জ্যোতিরাও ফুলে এবং সাবিত্রীবাই ফুলের জীবনীভিত্তিক গল্প তুলে ধরা হয়েছে। এতে বর্ণবৈষম্য ও লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে এই দম্পতির লড়াই ফুটে উঠেছে, যা ব্রাহ্মণ সম্প্রদায়ের একাংশের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে।
ক্ষমা প্রার্থনা করে অনুরাগ কাশ্যপ বলেন, “আমি যা বলেছি, তা নিয়ে কোনো আক্ষেপ নেই। বলা কথা ফিরিয়ে নেওয়ার উপায় নেই, আমি তা ফিরিয়ে নিতে চাই না। তবে শুধু একটি বাক্যের জন্য ক্ষমা চাইছি, যা অনেকের কাছে আপত্তিকর মনে হতে পারে। আমার বক্তব্যের কারণে আমার পরিবার ও পরিজনদের সমস্যার মুখোমুখি হতে হবে, এটা আমি চাই না।”
‘ফুলে’ ছবিতে বর্ণ ও লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের গল্প দেখানো হলেও, এটি ব্রাহ্মণ সম্প্রদায়ের একাংশের কাছে আপত্তিকর মনে হয়েছে। ছবির মুক্তির পক্ষে কথা বলায় অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ক্ষোভের তির ছোড়া হচ্ছে।
সূত্র: বিডি প্রতিদিন/আশিক