আশাশুনি উপজেলাকে একটি আধুনিক ইকোনমিক জোনে রূপান্তর করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা ৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন।
বৃহস্পতিবার বিকেলে আশাশুনি উপজেলার চৌরাস্তার বালুর মাঠে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে আশাশুনি উপজেলাকে একটি আধুনিক ইকোনমিক জোনে রূপান্তর করা হবে। উপকূলীয় এই অঞ্চলে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত রাস্তা-ঘাটের উন্নয়ন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, উন্নত স্বাস্থ্যসেবা, সুপেয় পানি ও স্যানিটেশন ব্যবস্থার আধুনিকায়ন নিশ্চিত করা হবে।’
তিনি আরও বলেন, ‘বিএনপি যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তখনই এ দেশে উৎপাদন ও উন্নয়নের রাজনীতি শুরু হয়। আমাদের দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশের ১৮ কোটি মানুষের আগামী দিনের স্বপ্নের মানুষ ধানের শীষের প্রতীক নিয়ে ৩০০ আসনে নির্বাচনের প্রতিযোগিতা করছেন। আমরা তাকে সহযোগিতা করব, জনগণ ধানের শীষে ভোট দিয়ে আবারও উন্নয়ন ও উদ্ভাবনের রাজনীতি ফিরিয়ে আনবে।’
তিনি আশাশুনির দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে উন্নতমানের ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি প্রতিটি মসজিদ ও মন্দির আধুনিকায়নের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি আরও দৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স. ম. হেদায়েতুল ইসলাম, এবং সঞ্চালনা করেন সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন।
বক্তারা বলেন, ‘দক্ষিণের উপকূলীয় এই অবহেলিত অঞ্চলকে টেকসই উন্নয়নের পথে নিতে হলে জাতীয়তাবাদী আদর্শের সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে।’
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা বিএনপির নেতা ও আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস,কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম,আশাশুনি উপজেলা যুবদলের সভাপতি আবু জাহিদ সোহাগ,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল হক, যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ ও আনারুল ইসলাম নন্টু, কালিগঞ্জ বিএনপির নেতা হাফিজুর রহমান শিমুলসহ আরও অনেকে।
বিডি-প্রতিদিন/আশফাক