মেঘনা নদীতে বর্তমানে প্রচুর পাঙাশ মাছ ধরা পড়ছে। কয়েক দশকের মধ্যে এত পাঙাশ ধরা পড়েনি। ইলিশ না পাওয়ার দুঃখ ভুলিয়ে দিচ্ছে এসব পাঙাশ। মাছঘাটে প্রতিদিন পাঙাশের জমজমাট বেচাকেনাও হচ্ছে। এতে জেলেসহ মাছ ব্যবসায়ীরা বেজায় খুশি। মেঘনার জেলে মোতালেব বেপারি বলেন, ‘নদীতে ইলিশ মাছ নাই। কিন্তু ইলিশের জাল ফেললে দুই-একটা পাঙাশ ধরা পড়ছে। নদীর পাঙাশ মাছের দাম বেশি। প্রতি কেজি ৬০০-৬৫০ টাকা দরে বিক্রি করা যায়।’
আরেক জেলে রিয়াজ হাওলাদার বলেন, ‘১৫ দিন ধরে মেঘনায় ইলিশ মাছ ধরা পড়ছে। জেলেরা নিয়মিত দুই-তিনটি করে পাঙাশ পাচ্ছে। এগুলোর ওজন আড়াই থেকে ১২ কেজি পর্যন্ত হয়।’
মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, ‘কয়েক বছরে জেলেরা নদীতে এত পাঙাশ পাননি।
পাঙাশের প্রজনন মৌসুম শেষে চাঁই দিয়ে পোনা শিকার করতেন তাঁরা। গত মৌসুমে অভিযান চালিয়ে চাঁই ধ্বংস করা হয়েছে; যার সুফল এখন পাচ্ছেন জেলেরা।’