জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসন বৃহস্পতিবার থেকে ক্যাম্পাসে সকল সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে।
বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫ এর নির্বাচনী আচরণ বিধিমালার বিধি নির্বাচনী প্রচারণা অনুসারে, মনোনয়নপত্র বিতরণ শুরুর আগের দিন থেকে নির্বাচনী ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল ধরনের সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কার্যক্রম বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫ এর নির্বাচনী আচরণ বিধিমালার ৬(ঘ) নির্বাচনী সভা-সমাবেশ, মিছিল ও ক্যাম্পাসে অবস্থান সংক্রান্ত বিধি-নিষেধ অনুসারে, নির্বাচনী প্রচারণায় কোনো বহিরাগত ব্যক্তি বা প্রতিষ্ঠান অংশগ্রহণ করতে পারবেন না। তবে এই বিশ্ববিদ্যালয়ের কোনো প্রাক্তন শিক্ষার্থী রিটার্নিং কর্মকর্তা কর্তৃক ইস্যুকৃত বিশেষ পরিচয়পত্র গ্রহণ সাপেক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন। কোনো নিদিষ্ট পূর্ণ প্যানেলের পক্ষে সর্বোচ্চ ৫০ জন, কোনো আংশিক প্যানেলের পক্ষে প্রার্থী প্রতি ২ জন এবং প্রত্যেক স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সর্বোচ্চ ২ জন বিশেষ পরিচয়পত্র নিতে পারবেন। এই পরিচয়পত্র একবারই ইস্যু করা হবে এবং উহা নির্বাচনী প্রচারণা সময়সীমা পর্যন্ত কার্যকর থাকবে।
এছাড়া বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে উপরোক্ত বিধিমালা যথাযথভাবে মেনে চলার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়।
বিডি-প্রতিদিন/আশফাক