কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের কোনো প্রভাব পড়েনি সিলেটে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত সড়কে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। লকডাউনের নামে নাশকতারোধে দিনভর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনী তৎপর ছিল।
সিলেট জেলা বাস-মিনিবাস পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো. ময়নুল ইসলাম জানান, সন্ধ্যা পর্যন্ত সিলেটের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যান চলাচল স্বাভাবিক ছিল। তবে যাত্রীর চাপ কম থাকায় অন্যদিনের তুলনায় দূরপাল্লার বাস চলাচল কিছুটা কম ছিল।
জানা গেছে, ভোর থেকে সিলেটের বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নেয়। সড়কে টহলও বৃদ্ধি করা হয়। কোনো কোনো স্থানে সেনাবাহিনীকেও টহল দিতে দেখা গেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সিলেট মহানগরীতে পুলিশ সতর্কাবস্থায় ছিল। কোথাও কোনো অনভিপ্রেত ঘটনার খবর পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/জামশেদ