সুনামগঞ্জ-২ আসনের মনোনয়নপ্রত্যাশী ও যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ বলেছেন, হাওরভাটির জনপদ দিরাই-শাল্লা এলাকা বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। এই আসনে এখনো দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা, জোটকে ছাড় না দিয়ে আসনটি যেন দলের পরীক্ষিত কোনো নেতাকে দেওয়া হয়। এ ছাড়া যাকেই মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে দিরাই উপজেলা সদরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র্যালি-পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।
এ সময় দিরাই ও শাল্লা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
উল্লেখ্য, সুনামগঞ্জ জেলার ৫টি আসনের মধ্যে দুটি ফাঁকা রেখে তিনটিতে দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি। ফাঁকা আসনগুলো হচ্ছে- সুনামগঞ্জ-২ ও সুনামগঞ্জ-৪।
বিডি প্রতিদিন/কেএইচটি