মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী রয়েছে ডেমোক্রেটিক কারেন বেনেভোলেন্ট আর্মির (ডিকেবিএ) বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
বুধবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় (ট্রেজারি ডিপার্টমেন্ট) এই নিষেধাজ্ঞা জারি করে।
অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত ডিকেবিএ সদস্যরা তাদের নিয়ন্ত্রিত এলাকা থেকে পরিচালিত এক সাইবার প্রতারণা কার্যক্রমে যুক্ত ছিল, যার লক্ষ্য ছিল মার্কিন নাগরিকরা।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত কয়েক বছরে দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে হাজার হাজার মানুষকে পাচার করে বিভিন্ন প্রতারণা কেন্দ্রে কাজ করতে বাধ্য করেছে অপরাধী চক্রগুলো। এসব কেন্দ্রের অনেকগুলোই যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারের অভ্যন্তরে অবস্থিত।
মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক নিষেধাজ্ঞাগুলো প্রতারণা নেটওয়ার্ককে লক্ষ্য করে আরোপ করা হয়েছে, যার মধ্যে রয়েছে ডেমোক্রেটিক কারেন বেনেভোলেন্ট আর্মি (ডিকেবিএ) এর চারজন শীর্ষ নেতা এবং চীনা সংগঠিত অপরাধ চক্রের সঙ্গে যুক্ত কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তি।
মার্কিন উপ-অর্থমন্ত্রী জন হার্লি বলেন, বার্মা থেকে পরিচালিত অপরাধী নেটওয়ার্কগুলো অনলাইন প্রতারণার মাধ্যমে পরিশ্রমী মার্কিনিদের কাছ থেকে বিলিয়ন ডলার চুরি করছে। এই একই চক্র মানবপাচারে যুক্ত এবং মিয়ানমারের নৃশংস গৃহযুদ্ধকেও উসকে দিচ্ছে। সূত্র: ইউএস ট্রেজারি ডিপার্টমেন্ট, ব্যাংকক পোস্ট
বিডি প্রতিদিন/একেএ