গত ১১ মাসে ১ লাখ ৩৬ হাজার ৬৪০ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাত ও সহিংসতার কারণে গত ডিসেম্বর থেকে চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত তারা বাংলাদেশে অনুপ্রবেশ করেন। চলতি সেপ্টেম্বরে এ সংখ্যা ছিল ১ লাখ ৩৩ হাজার ৬৫১ জন। গতকাল মাসিক প্রতিবেদনে এ তথ্য জানায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। ইউএনএইচসিআরের তথ্যানুযায়ী, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে এ পর্যন্ত ১১ লাখ ৬৮ হাজার ৩৯৮ রোহিঙ্গা চিহ্নিত করা গেছে। যারা ১৯৯০ এবং ২০১৭ সালে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়েছে।
শরণার্থীদের মধ্যে ৭৮ শতাংশ নারী ও শিশু, যেখানে ১২ শতাংশ প্রতিবন্ধী, একক পিতা-মাতা, গুরুতর চিকিৎসা অবস্থার সঙ্গে যারা রয়েছে, সঙ্গীহীন অপ্রাপ্তবয়স্ক, ঝুঁকিতে থাকা বয়স্ক ব্যক্তি ও অন্যদের আইনি এবং শারীরিক সুরক্ষার প্রয়োজন। জনসংখ্যার ৫২ শতাংশ নারী এবং ৪৮ শতাংশ পুরুষ।