আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত লাইব্রেরি বন্ধ রাখার সিদ্ধান্তের প্রতিবাদে প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত লাইব্রেরি প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ভাস্কর্য চত্বর, ভাষা শহীদ রফিক ভবন, শহীদ মিনার ও বিজ্ঞান অনুষদ প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভে লাইব্রেরি পড়ুয়া শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অংশ নেন শাখা ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র শিবির এবং জাতীয় ছাত্র শক্তির বিভিন্ন পর্যায়ের নেতারা।
বিক্ষোভ শেষে বাংলা বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী এসএইচ মুন্না বলেন, ‘জুলাই থেকে সব ন্যায্য আন্দোলনে লাইব্রেরির শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছে। জকসু নির্বাচনকে সামনে রেখে দেড় মাস আগে লাইব্রেরি বন্ধের ঘোষণা অযৌক্তিক ও স্বৈরাচারী সিদ্ধান্ত। আমরা জকসুর বিপক্ষে নই, আমরা সুষ্ঠু নির্বাচন চাই।’
তিনি আরও বলেন,‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সচল রাখতে লাইব্রেরি অবশ্যই খোলা রাখতে হবে। যদি আগামী রবিবারের মধ্যে প্রশাসন এই সিদ্ধান্ত প্রত্যাহার না করে, তবে আমরা কঠোর আন্দোলনে যাব। প্রশাসনের গদি কেঁপে উঠবে।’
পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে পাঁচ সদস্যের প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে স্মারকলিপি জমা দেন।
বিডি-প্রতিদিন/আশফাক