সেঞ্চুরি করেছেন মাহমুদুল হাসান জয়। নতুন বলে হাফ সেঞ্চুরি করেছেন মাহমুদুলের সঙ্গী সাদমান ইসলাম। দিন শেষে মাহমুদুলের সঙ্গে অপরাজিত রয়েছেন মুমিনুল হক। এক সেঞ্চুরি ও দুই হাফ সেঞ্চুরিতে সিলেট টেস্টের দ্বিতীয় দিন দুটি শতরানের জুটি গড়েছে বাংলাদেশ। দুই শতরানের জুটিতে টাইগাররা দ্বিতীয় দিনই টেস্টের চালকের আসনে বসে পড়েছে। দিন শেষে ১ উইকেটে ৩৩৮ রান তুলে ৫২ রানে এগিয়ে গেছে নাজমুল বাহিনী। ১৯ টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি তুলে মাহমুদুল হাসান জয় অপরাজিত রয়েছেন ১৬৯ রানে। তার সঙ্গী বাঁ-হাতি ওপেনার সাদমান সাজঘরে ফিরেছেন ব্যক্তিগত ৮০ রানে এবং সাবেক অধিনায়ক মুমিনুল অপরাজিত রয়েছেন ৮০ রানে। আজ তৃতীয় দিন মাহমুদুল জয় ডাবল সেঞ্চুরির টার্গেটে খেলবেন।
উদ্বোধনী জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ৩১২, তামিম ইকবাল ও ইমরুল কায়েসের, পাকিস্তানের বিপক্ষে, ২০১৫ সালে। সাদমান ৮০ রান করেন ১০৪ বলে ৯ চার ও ১ ছক্কায়। দ্বিতীয় উইকেট জুটিতে মাহমুদুল জয় ও মুমিনুল ১৭০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন। যা দ্বিতীয় উইকেট জুটিতে বাংলাদেশের সপ্তম সেরা। দ্বিতীয় উইকেট জুটিতে সর্বোচ্চ রান ২৩২, শামসুর রহমান শুভ ও ইমরুল কায়েসের, ২০১৪ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন। মাহমুদুল জয় ১৬৯ রানের অপরাজিত ইনিংস খেলেন ২৮৩ বলে ১৪ চার ও ৪ ছক্কায়। মুমিনুলের ৮০ রানের অপরাজিত ইনিংসটি সাজান ১২৪ বলে ৫ চার ও ২ ছক্কায়।