ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ উপজেলা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেছেন, আপনাদের এই ১৭ বছরের আন্দোলন তখনই স্বার্থক হবে, যখন আপনারা নির্বাচনে বিপুল ভোটে ধানের শীষ প্রতীককে বিজয়ী করে দেশ পরিচালনার দায়িত্ব দিতে পারবেন। আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে বাংলাদেশের নেতৃত্ব তুলে দিতে পারলেই আমাদের দীর্ঘদিনের আন্দোলন স্বার্থক ও সফল হবে।
বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ৩ নং সরিষা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলনে এসব কথা বলেন মাজেদ বাবু।
মাজেদ বাবু বলেন, আগামী রাষ্ট্র পরিচালনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্তৃক রাষ্ট্র মেরামতের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। যাতে মানুষ বুঝতে পারে বিএনপি আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালনা করবে। কিভাবে বিএনপি গ্রামের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে। কিভাবে মানুষের মৌলিক অধিকার ও ঘরে ঘরে ছেলে-মেয়েদের শিক্ষিত করে এই সমাজে আলো জ্বালাব তা তুলে ধরতে হবে।
মাজেদ বাবু বলেন, রাজনীতি করে আমার নেওয়ার কিছু নেই। আমি রাজনীতিতে এসেছি আপনাদেরকে সাথে নিয়ে মানুষকে আলো জ্বালাতে। আমার লক্ষ্য একটি শিক্ষিত সমাজ গড়ে ঈশ্বরগঞ্জকে আধুনিক ও সমৃদ্ধশালী উপজেলা হিসেবে গড়ে তোলা।
এতে উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনির সঞ্চালনায় বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত