ভোলার দৌলতখান উপজেলায় জামায়াতে ইসলামীর ১০ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে দৌলতখান বাজারের সদর রোডে ভোলা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাফিজ ইব্রাহীমের গণসংবর্ধনা অনুষ্ঠানে তার হাতে ফুল দিয়ে জামায়াতের নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।
তাদেরকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন হাফিজ ইব্রাহীম। বিএনপিতে যোগদান করা ১০ জনকে জামায়াতের নেতাকর্মী দাবি করা হলেও তাদের কারোই দলীয় পদ-পদবি উল্লেখ করা হয়নি।
তবে দৌলতখান উপজেলা জামায়াতের আমির মো. হাসান তারেক বিষয়টির নিন্দা জানিয়ে বলেন, এরা কেউ জামায়াতে ইসলামীর কোনো নেতা বা কর্মী না। এরা কখনো জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিল না।
যোগদানকৃতরা হলেন মো. মাকসুদ উল্যাহ, মো. নূরে আলম, মাওলানা ছানাউল্লাহ, মো. আলিফ, নূরে আলম মুন্সি, আলম তালুকদার, মনির সিকদার, মাহবুব মাঝি, বশির কেরানী, মাওলানা মাকসুদুর রহমান। এদের বাড়ি উপজেলার সৈয়দপুর ও চরখলিফা ইউনিয়নে।
ভোলা-২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক এমপি হাফিজ ইব্রাহীম বলেন, আজকে জামায়াতে ইসলামী থেকে যেই ভাইয়েরা বিএনপিতে যোগদান করেছেন তাদের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানাই।
বিডি প্রতিদিন/নাজিম