বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর পক্ষে ভোট চেয়ে নির্বাচনী মিছিল, মিটিং ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে শহরের ১০ নম্বর ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা রুহুল আমিন সুমন–এর আয়োজনে এ নির্বাচনী সমাবেশ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ভিপি সাইফুল ইসলাম বলেন, “গত ১৭ বছর উন্নয়ন থেকে বঞ্চিত বগুড়ার মানুষকে এবার আর অপেক্ষা করতে হবে না। মামলা–হামলায় বিএনপি নেতাদের আর পালিয়ে থাকতে হবে না। উন্নয়ন বঞ্চিত বগুড়ার উন্নয়নে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই দায়িত্ব নিয়েছেন। এখন বগুড়াসহ দেশের প্রতিটি অঞ্চল হবে উন্নয়নের রোল মডেল।”
তিনি আরও বলেন, “বিগত সময়ে উন্নয়নের নামে সৈরাচাররা লুটপাট করে দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। বগুড়ার নাম শুনলেই চাকরি দেওয়া হয়নি, বরাদ্দ আসেনি উন্নয়ন বাজেটের। মনে হয়েছে, আমরা এক দেশে থেকেও অন্য দেশে বাস করি। এই দুঃখ ঘোচাতে আসছেন তারেক রহমান। তিনি দেশের মানুষের সেবক হয়ে কাজ করবেন।”
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জাসাসের আহ্বায়ক ওয়াহিদ মুরাদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মেহেদী হাসান হিমু, বিএনপি নেতা অধ্যক্ষ রফিকুল ইসলাম, মাহবুব হোসেন লেমন, ফারুকুল ইসলাম ফারুক, হাসনুজ্জামান পলাশ, আবু জাফর জেমস, আব্দুল গফুর দারা, তৌহিদুল ইসলাম, ছাত্রদল নেতা সৈয়দ নাহিদ, সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরেফিন আহম্মেদ খালিদ, সুলতান মাহমুদ শিশির, নীরব মোজাহিদ, আসিফসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে প্রায় চার শতাধিক ভোটার উপস্থিত ছিলেন। তাদের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করা হয়। পরে ওয়ার্ডের বিভিন্ন মোড়ে ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়ে ভোটারদের সঙ্গে বগুড়া-৬ (সদর) আসনের প্রার্থী তারেক রহমান–এর পক্ষে শুভেচ্ছা বিনিময় করা হয়।
বিডি প্রতিদিন/আশিক