নির্বাচনের আগে গণভোট সম্ভব নয় বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি, সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, কোনো কারণে নির্বাচন যদি পিছিয়ে যায়, তাহলে দেশ বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে। কাজেই আমরা চাই যে কোনো মূল্যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন হোক। গতকাল বিকালে হবিগঞ্জ পৌরসভা মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুর বলেন, নির্বাচন খুবই সন্নিকটে, কাজেই এই মুহূর্তে কারও সঙ্গে জোট করার সুযোগ নাই। আমরা নির্বাচনি প্রচারণা করছি। অনেক দল থেকে প্রার্থীরা আমাদের সঙ্গে আসতে চায়। এনসিপি থেকেও কিছু নেতা আমাদের সঙ্গে আসবে। এ ছাড়া জুলাই সনদ নিয়ে কোনো জটিলতা নেই বলেও জানান তিনি।
হবিগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সহসভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলামের পরিচালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন হবিগঞ্জ গণঅধিকার পরিষদের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের প্রার্থী অ্যাডভোকেট আশরাফুল বারী চৌধুরী নোমান।