বান্দরবানের লামা উপজেলায় লকডাউন কর্মসূচি ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা মশাল মিছিল করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টা ৫০ মিনিট থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত লামা উপজেলার ফাসিয়াখালি ইউনিয়নের হারগাজা এলাকায় ২০–২৫ জনের একটি দল মশাল মিছিল করে। মিছিলে সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা কুতুব উদ্দিনকে উপস্থিত থাকতে দেখা যায়।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, খবর পেয়ে গভীর রাতে অভিযান চালিয়ে রফিক আলম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ফাসিয়াখালি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বলে জানা গেছে। রফিক আলম ওই ইউনিয়নের ফকিরাখোলা এলাকার বাসিন্দা।
এদিকে বৃহস্পতিবার ভোরে একই উপজেলার সরই ইউনিয়নের কেয়াজুপাড়া বাজার সড়কে আওয়ামী লীগ সমর্থকরা অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/জামশেদ