মালয়েশিয়ায় বিভিন্ন অপরাধে সাজা শেষে ৭২ বাংলাদেশিকে দেশে পাঠিয়েছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন। এদের মধ্যে গত ২০২৪-২০২৫ অর্থবছরে ৪০ এবং চলমান ২০২৫-২০২৬ অর্থবছরে ৩২ জন।
সরকারি খরচে তাদের দেশে পাঠিয়েছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন।
এদিকে, গত ১০ নভেম্বর বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধিদল মালয়েশিয়ার কেদাহ রাজ্যের ইমিগ্রেশন বিলান্তিক ক্যাম্প পরিদর্শন করেছে। বর্তমানে ওই ক্যাম্পে ৫৪ জন বাংলাদেশি পরিচয়ে আটক রয়েছে।
হাইকমিশনের প্রতিনিধিদল আটক ব্যক্তিদের এবং বাংলাদেশে তাদের আত্মীয়-স্বজনের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের দ্রুত দেশে ফেরার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করছে। ইতোমধ্যে ২৫ জনের অনুকূলে ট্রাভেল পারমিট ইস্যু করা হয়েছে এবং বাকিদের কাজ চলমান রয়েছে।
হাইকমিশনের এক কর্মকর্তা বলেন, চলতি বছরে বাংলাদেশ হাইকমিশন এ পর্যন্ত ১৯টি ডিটেনশন ক্যাম্প পরিদর্শন করেছে এবং আটকদের প্রত্যাবাসনের জন্য ২ হাজার ২১টি ট্রাভেল পারমিট ইস্যু করেছে। এ ছাড়া আমরা নিয়মিত বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করছি এবং তা চলমান থাকবে।
তিনি আরো বলেন, বিভিন্ন অভিযানে আটক ব্যক্তিদের অনেকের কাছে কোনো পাসপোর্ট বা নথিপত্র না থাকায় নাগরিকত্ব যাচাই করতে সমস্য হয়। যার জন্য সাজা শেষে অতিরিক্ত সময় অপেক্ষা করতে হয়। এজন্য যাদের ভিসা নাই তাদের উচিত পাসপোর্ট বা পাসপোর্ট ফটোকপি সবসময় কাছে রাখা। যাতে তার নাগরিকত্ব যাচাই করতে সুবিধা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত