গাজীপুরের টঙ্গীতে ময়লার স্তূপ থেকে জীবিত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে টঙ্গীর মরকুন মধ্য পাড়া এলাকার একটি ময়লা স্তূপ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
প্রাথমিক অবস্থায় শিশুটিকে মনিরা আক্তার নামে স্থানীয় এক বাসিন্দার জিম্মায় রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মরকুন মধ্য পাড়ার মাইজুদ্দিনের বাড়ির সামনে ময়লার স্তুপে নবজাতক শিশুটিকে দেখতে পান স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়। শিশুটির শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল আছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শিশুটির বয়স ১/২ দিন।
তবে কে বা কারা শিশুটিকে ময়লার স্তুপে ফেলে গেছেন তা নিশ্চিত হওয়া যায় নি। একপর্যায়ে আশেপাশের হাসপাতাল, ক্লিনিক এবং মাতৃসদনগুলোতে খোঁজ নিয়েও শিশুটির পরিচয় সংক্রান্ত করা সম্ভব হয়নি।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান বলেন, এ ব্যাপারে আমাদের কাছে কোন তথ্য নেই, খোঁজ নিয়ে দেখছি।
বিডি প্রতিদিন/কামাল