দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বের হওয়া মিছিলটি বিভিন্ন স্থান ঘুরে জেলা জামায়াতের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি জহরুল হক বলেন, বাংলার মাটিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আর কখনো জায়গা হবে না। তাদের যেকোনো ধরনের নাশকতা রুখে দিতে দেশবাসীকে সতর্ক থাকতে হবে।
কর্মসূচিতে জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/কামাল