পটুয়াখালীর কলাপাড়ায় স্কুলভিত্তিক আবহাওয়া ক্লাবের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ধুলাসার ইউনিয়নের চরচাপলী ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ ক্লাবের উদ্বোধন করেন উন্নয়ন সংস্থা জাগোনারীর প্রধান নির্বাহী পরিচালক হোসনে আরা হাসি।
জার্মান ফেডারেল ফরেনের অর্থায়নে, সেইভ দ্য চিলড্রেন ও রাইমস-এর কারিগরি সহায়তায় জাগোনারীর উদ্যোগে ক্লাবটি গঠন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রকল্প ব্যবস্থাপক নিলুফার আক্তার বানু দুর্যোগের আগাম প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী আলী আহমেদ। প্রধান অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মজিবুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নাহিদ ইসলাম, আবহাওয়া অফিস ইনচার্জ ইঞ্জিনিয়ার আব্দুল জব্বার শরীফ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলমসহ বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও দুর্যোগ বিষয়ে মাঠ মহড়া অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান করা হয়।
জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি বলেন, দুর্যোগ মোকাবিলা ও ঝুঁকি হ্রাসে শিশুদের তথ্যভিত্তিক প্রযুক্তিগত দক্ষতা অর্জন জরুরি। তারা কমিউনিটিকে আগাম সতর্কবার্তা সম্পর্কে সচেতন করবে।
বিডিপ্রতিদিন/কবিরুল