এয়ারলাইন হিসেবে ২০২৪ সালে আইএটিএ অপারেশনাল সেফটি অডিট (IOSA) সনদ পেয়েছে বেসরকারি এয়ারলাইন এয়ার এ্যাস্ট্রা।
ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়েশন (IATA) প্রণোদিত আইএটিএ অপারেশনাল সেফটি অডিট (IOSA) একটি বিশ্বমানের মানদণ্ড নিরুপণী অডিট যা এয়ারলাইন্সের নিরাপদ পরিচালনা নিশ্চিত করে।
একবছর পর ২০২৫ সালের জুন মাসে এয়ারলাইনটি পূণরায় আইএটিএ অপারেশনাল সেফটি অডিট (IOSA) সম্পূর্ণ করে ২৪ আগস্ট ২০২৭ সাল পর্যন্ত আইওএসএ রেজিস্ট্রার্ড এয়ারলাইন হিসেবে স্বীকৃতি পেয়েছে।
এ বিষয়ে এয়ার এ্যাস্ট্রা’র সিইও ইমরান আসিফ বলেন, এয়ার এ্যাস্ট্রার ফ্লাইট অপারেশন শুরু হওয়ার আগে থেকেই আমরা যাত্রীদের একটি নিরাপদ এবং সুরক্ষিত ফ্লাইট অভিজ্ঞতা উপহার দেওয়ার লক্ষে আইএটিএ অপারেশনাল সেফটি অডিট (IOSA) এর পরিকল্পনা শুরু করি। যার অংশ হিসেবে ২০২৪ সালে আইওএসস সনদ প্রাপ্তি এবং তারই ধারাবাহিকতায় এবছর আমরা পুনরায় এই অডিটটি সম্পন্ন করি। এয়ার এ্যাস্ট্রা যাত্রীদের নিরাপদ এবং নিশ্চিন্তে ভ্রমণ করার জন্য সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।
ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়েশন (IATA) এর কঠোর মানদণ্ড অনুযায়ী তাঁদের নিরিক্ষকের মাধ্যমে চলতি বছরের জুন মাসে এয়ার এ্যাস্ট্রা’র অডিটটি সম্পন্ন হয়। গত এক দশকে, আইওএসএ (IOSA) নিরাপত্তা নিশ্চিত করার জন্য এয়ারলাইন্সের অপারেশনাল ম্যানেজমেন্ট এবং কন্ট্রোল সিস্টেমের মূল্যায়ন করার জন্য সবচেয়ে স্বীকৃত সিস্টেমে পরিণত হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন