ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখরউদ্দিন আহমেদ বাচ্চু মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার সকালে ভালুকার হবিরবাড়ী ইউনিয়নের সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
সভায় শিক্ষকরা স্থানীয় শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত ঘাটতি, শিক্ষার্থীদের সঠিক দিক-নির্দেশনা ও মানসম্মত শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ সময় ফখরউদ্দিন আহমেদ বাচ্চু মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং শিক্ষার মানোন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস দেন।
তিনি বলেন, একটি সমাজের মূলভিত্তি হলো শিক্ষা। শিক্ষকরা জাতি গঠনের কারিগর, তাই তাদের মর্যাদা, নিরাপত্তা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অত্র কলেজের শিক্ষক-শিক্ষিকা।
বিডি প্রতিদিন/এমআই