গাজীপুরের শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকায় আলোচনা সভায় জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোয়ার হোসেন বেপারীর সভাপতিত্বে ছাত্রদল নেতা আমিনুল ইসলাম সরকার ও আজিজুল হক রাজনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু। পরে তিনি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে র্যালির নেতৃত্ব দেন। র্যালিটি মহাসড়কের কয়েক কিলোমিটার প্রদক্ষিণ শেষে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় গিয়ে শেষ হয়।
র্যালিতে শ্রীপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুল মোতালেব, পৌর বিএনপি’র আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, যুগ্ম আহ্বায়ক এড. আহসান কবির, যুবদল নেতা সারোয়ার হোসেন শেখ, সেলিম আহমেদ, আবু তাহের প্রধান, স্বেচ্ছাসেবক দলের নেতা সোহেল খান, এ্যাড. রাজিবুল আলম বেপারী, কৃষক দলের নেতা ডাক্তার মুজাহিদ কবির, শাহজাহান মিয়া, রাহাত হাসান জুয়েল, শ্রমিক দল নেতা মিজান মন্ডল, খোকন প্রধান, স্বপন আহমেদ, ছাত্রদল নেতা মামুন আকন্দ, এ্যাড. রাকিব, আল আমিন, সাজ্জাদ হোসেন শেখ, আসিফ হোসেন ইকবাল, রিজভি আহমেদ, সৌরভ আহমেদ, ইয়াছির আরাফাত বেপারী, মুজিব উদ্দিন ছগির, মিনহাজ, নিলয় মৃধা, তানভীর আহমেদ মিশু, তারেক, মাহফুজ সরকার, জাহিদুল ইসলাম রানা, নাহিদ, শাওন উপজেলা ছাত্রদল, যুবদল, কৃষকদলসহ বিএনপি’র অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন