গত জুন মাসে লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয়। ওই বৈঠক শেষে যৌথ বিবৃতিতে ঘোষণা দেওয়া হয়েছিল যে সব প্রস্তুতি শেষ করা গেলে আগামী বছর রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। রোজার মাস রমজান সম্ভবত শুরু হবে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি। অর্থাৎ ভোট সম্পন্ন করতে হবে জানুয়ারির শেষ অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ নাগাদ। জানুয়ারি বা ফেব্রুয়ারি যখনই ভোট হোক না কেন, এ বছর ডিসেম্বরের মধ্যে ভোটের সব প্রস্তুতি শেষ করতে হবে। এই নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার আইনশৃঙ্খলাবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি নির্বাচনের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠকের আলোচনা ও নির্দেশনা বিষয়ে জানান। প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচন আগামী বছর ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হবে। নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নিতে হবে। নির্বাচন সামনে রেখে ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করতে হবে। এজন্য আগামী মাসগুলোতে কঠোরভাবে আইনশৃঙ্খলা প্রয়োগ করতে হবে। বিগত তিনটি নির্বাচনে বিপুলসংখ্যক তরুণ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। নতুন ও তরুণ ভোটারদের আলাদা ভোটার তালিকা তৈরি কিংবা আলাদা ভোটিং বুথ রাখা যায় কি না, তা-ও দেখা যেতে পারে। এ ছাড়া প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিবিড় প্রশিক্ষণের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ১৬ বছর দেশের মানুষ ভোট দেখেনি। আগামী নির্বাচনে ভোটারদের যেন একটি ভালো অভিজ্ঞতা হয়। একটা সুন্দর স্মৃতি থাকে। যারা প্রথমবার ভোট দেবেন তারা যেন সন্তুষ্ট হন। নারীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। কেউ যেন ভোটের অধিকার থেকে নারীদের বঞ্চিত করতে না পারে। নির্বাচন পর্যবেক্ষকের নামে কেউ যাতে দলীয় কর্মীকে ভোট কেন্দ্রে পাঠাতে না পারে, সে বিষয়েও সতর্ক থাকতে হবে। একটি অবাধ, সুষ্ঠু প্রকৃত নির্বাচন করতে যে ধরনের আয়োজন করতে হয় সেই প্রশিক্ষণ দিতে হবে। প্রয়োজনে রিহার্সাল নির্বাচন করতে হবে। বিতর্কমুক্ত নির্বাচন অনুষ্ঠানে যা যা দরকার সব প্রস্তুতি নিতে হবে। প্রধান উপদেষ্টার এই আকাক্সক্ষাই তো জন-আকাক্সক্ষার প্রতিধ্বনি। দেশবাসী আর আগের মতো লোকদেখানো নির্বাচন দেখতে চায় না। চায় না নির্বাচনের নামে প্রহসন। ‘সব ভালো যার শেষ ভালো’ প্রবচন মনে রেখে, ঘোষিত সময়েই নির্বাচনি প্রস্তুতি সম্পন্ন করা হবে-এটাই অন্তর্বর্তী সরকারের কাছে জাতির প্রত্যাশা।
শিরোনাম
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা
- নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল
- আইসিসিতে শেখ হাসিনার বিচার চাইল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল