কাঁচা মিঠা আমের গাছে
ঢিল ছুড়েছে কে রে?
বাঁশের লাঠি হাতে
আসলো মোড়ল তেড়ে।
বিপদ দেখে দুষ্টু ছেলে
ছুটলো ঝড়ের বেগে
ধরবে এসে দস্যিটাকে
উঠলো মোড়ল রেগে।
বললো আবার আসিস যদি
আম বাগানে ফের
ভাঙবো পিঠে বাঁশের লাঠি
টের পাবিরে ঢের।
কাঁচা মিঠা আমের গাছে
ঢিল ছুড়েছে কে রে?
বাঁশের লাঠি হাতে
আসলো মোড়ল তেড়ে।
বিপদ দেখে দুষ্টু ছেলে
ছুটলো ঝড়ের বেগে
ধরবে এসে দস্যিটাকে
উঠলো মোড়ল রেগে।
বললো আবার আসিস যদি
আম বাগানে ফের
ভাঙবো পিঠে বাঁশের লাঠি
টের পাবিরে ঢের।