২০২৫ সালের এসএসসি পরীক্ষায় পটুয়াখালী জেলার চারটি বিদ্যালয়ের একটিতেও শিক্ষার্থীরা পাস করতে পারেনি। এসব বিদ্যালয়ে পরীক্ষায় অংশগ্রহণকারী ১২ জন শিক্ষার্থীর সকলেই অকৃতকার্য হয়েছে।
বিদ্যালয়গুলো হলো, সদর উপজেলার মিয়াবাড়ি মডেল হাই স্কুল থেকে ১ জন, মির্জাগঞ্জ উপজেলার কিসমতপুর গার্লস স্কুল থেকে ২ জন, দশমিনা উপজেলার পূর্ব আলীপুর হাই স্কুল থেকে ৮ জন এবং দুমকি উপজেলার জলিশা গার্লস স্কুল থেকে ১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। কিন্তু তাদের কেউই উত্তীর্ণ হতে পারেনি। ফলে পাসের হার দাঁড়িয়েছে শতভাগ শূন্য।
আজ বৃহস্পতিবার বরিশাল শিক্ষা বোর্ড প্রকাশিত এসএসসি ফলাফলে এসব তথ্য উঠে এসেছে।
এবার পটুয়াখালী জেলায় গড় পাসের হার ৫৫.৭২ শতাংশ, যা বরিশাল বোর্ডের সামগ্রিক গড় ৫৫.১৮ শতাংশের চেয়ে কিছুটা বেশি। তবে চারটি বিদ্যালয়ের এমন করুণ ফলাফল এই শিক্ষা প্রতিষ্ঠান গুলো সামগ্রিক মানকে প্রশ্নবিদ্ধ করছে। সকল প্রধান শিক্ষকের মোবাইল ফোন বন্ধ রয়েছে।
তাই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোন প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে জেল শিক্ষা অফিসার মুহাম্মদ মুজিবুর রহমান বলেন, নীতিমালা অনুযায়ী বোর্ড এসব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলে আমরা সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবো।
বিডি প্রতিদিন/এএ