দেশে নিত্যপণ্যের দাম বাড়তি। বিশেষ করে খাদ্যশস্যের। এ অস্বস্তির মধ্যে স্বস্তির খবর হলো মূল্যস্ফীতি এখন কমছে। গত ৩৫ মাসের মধ্যে মূল্যস্ফীতি বর্তমানে সবচেয়ে কম। চলতি ২০২৫ সালের মার্চ মাস থেকে মূল্যস্ফীতি কমার সুলক্ষণ দেখা যায়। টানা চার মাস ধরে কমে গত জুনে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়ায় ৮ দশমিক ৪৮ শতাংশ। যা ৩৫ মাসের মধ্যে সবচেয়ে কম। জুন মাসে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৩৯ শতাংশ। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৩৭ শতাংশ। সরকারের জরিপ প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) গত তিন বছরের মাসিক জরিপ প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, ২০২২ সালের জুলাই মাসের পর থেকে দেশে উচ্চ মূল্যস্ফীতি বজায় ছিল। ২০২২ সালের জুলাই মাসে মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৪৮ শতাংশ। এরপর বাড়তে বাড়তে ২০২৪ সালের জুলাই মাসে সর্বোচ্চ ১৪ দশমিক ১০ শতাংশ মূল্যস্ফীতি হয় খাদ্য খাতে। পরের মাসগুলোতে মূল্যস্ফীতি কমলেও জানুয়ারিতে ১০ শতাংশের বেশি ছিল। ফেব্রুয়ারি থেকে তা ১০ শতাংশের নিচে নেমে আসে। মূল্যস্ফীতির হার কমলেও প্রকৃতপক্ষে বাজার দর কমেনি। জুন মাসে তুলনামূলক সার্বিক মূল্যস্ফীতি কমেছে সত্যি, কিন্তু বাস্তবে চালের দাম বেড়েছে। শাকসবজি, মাছ-মাংসের দামও বাড়তি ছিল। অর্থনীতিবিদদের ভাষ্যমতে, মূল্যস্ফীতির হার কমা মানেই নিত্যপণ্যের দাম কমে যাওয়া নয়। আমাদের অর্থনীতির অন্যতম প্রধান চ্যালেঞ্জ হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। কারণ মূল্যস্ফীতির পাশাপাশি মজুরি বৃদ্ধি না হলে বা আয় না বাড়লে স্বল্প আয়ের সাধারণ মানুষের কষ্ট বাড়ে। বাজারের সঙ্গে সংগতিপূর্ণ মজুরি না হলে তখন প্রকৃত অর্থেই আয় কমে যায়। অর্থাৎ মজুরির তুলনায় যখন নিত্যপণ্যের দাম বাড়ে তখন মানুষের দুর্ভোগ বাড়ে। দেশের মজুরিনির্ভর বিশাল জনগোষ্ঠীর ওপর মূল্যস্ফীতির চাপ কমাতে হবে। আমাদের অর্থনীতির বড় চ্যালেঞ্জ অনিয়ন্ত্রিত দ্রব্যমূল্য ও উচ্চ মূল্যস্ফীতি। বিগত বছরগুলোতে উচ্চ মূল্যস্ফীতিতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে। সরকারের বিভিন্ন পদক্ষেপে মূল্যস্ফীতি কমায় অর্থনীতিতে স্বস্তির হাওয়া বইলেও বাস্তবে বাজারচিত্র ভিন্ন। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণহীন এবং সাধারণের ক্রয়ক্ষমতার বাইরে। মানুষের মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির নিচে, নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, আয়ের ঘাটতি- সব মিলিয়ে মূল্যস্ফীতি কমার সুফল পাচ্ছে না সাধারণ জনগণ। মূল্যস্ফীতি কমার সুফল ধরে রাখতে নিত্যপণ্য, বিশেষ করে খাদ্যদ্রব্যের মূল্য সর্বসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে যা যা করণীয় সব করতে হবে। নইলে পরিসংখ্যান ও বাস্তবতার ফারাক থেকেই যাবে।
শিরোনাম
- টানা পাঁচ ঘণ্টা ধরে অবরুদ্ধ জবি উপাচার্য-কোষাধ্যক্ষ-প্রক্টর ও রেজিস্ট্রার
- গাজীপুরে ট্রাফিক সদস্যদের স্বচ্ছতা নিশ্চিতে লাগানো হচ্ছে বডিঅন ক্যামেরা
- রাঙামাটিতে ট্রাক চাপায় মোটর সাইকেল চালক নিহত
- তিন দফা দাবিতে ববি শিক্ষার্থীদের মানববন্ধন ও সড়ক অবরোধ
- বরিশালে ট্যাংকলরি শ্রমিকদের ৬ ঘণ্টা কর্মবিরতি পালন
- ‘তরুণদের স্পিরিট কাজে লাগিয়ে দেশ গড়তে হবে’
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা
- কুমিল্লায় একই পরিবারের চারজন নিহত: উল্টোপথে আসা সেই বাস জব্দ
- দুইজন ইউটিউব খুলে সাংবাদিক সেজে চাঁদাবাজি করেই যাচ্ছে : ইলিয়াস
- শরীয়তপুরে হোমিওপ্যাথিক চিকিৎসকদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
- আফগানিস্তান-বাংলাদেশ সিরিজের সূচি চূড়ান্ত
- হল্টের বিধ্বংসী সেঞ্চুরিতে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন পার্থ স্কর্চার্স
- মোহাম্মদপুর থানার ওসিসহ ডিএমপির তিন পরিদর্শক বদলি
- গণপিটুনিতে হত্যার বিচার ও অভিযুক্তদের শাস্তির দাবিতে দিনাজপুরে মানববন্ধন
- দুই দফা দাবিতে জবি শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের প্রশাসনিক ভবন অবরোধ
- ফতুল্লা স্টেডিয়ামের করুণ অবস্থা দেখে আমার কান্না আসছে : বিসিবি সভাপতি
- রোহিঙ্গা সংকট সমাধানের পথ খুঁজতে কক্সবাজারে তিন দিনের সম্মেলন শুরু
- কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর
- তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক আহত
- বান্দরবান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সাধারণ সভা অনুষ্ঠিত
মূল্যস্ফীতি কমেছে
নিত্যপণ্যের দাম কমাতে হবে
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর