জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ‘জি এম কাদের একজন কর্তৃত্ববাদী। তিনি কারও পরামর্শ মানেন না। নিজের ইচ্ছামতো দল পরিচালনা করেন।’ জি এম কাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘কাউন্সিল দিন। তখন দেখব আপনি কত ভোট পান আর আপনার বিপরীতে যে দাঁড়াবে সে কত ভোট পায়। দলের ভিতর আপনার স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সবাই একমত। কিন্তু দল থেকে বহিষ্কারের ভয়ে অনেকে মুখে খোলে না।’ গতকাল রাজধানীর গুলশানে জাতীয় পার্টির একাত্মতা প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতীয় পার্টির চলমান বৃহত্তর ঐক্য প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন সাবেক এমপি, দলটির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা ও কুমিল্লার সাবেক এমপি অধ্যাপক নুরুল ইসলাম মিলনের নেতৃত্বে ৩ শতাধিক নেতা-কর্মী।
আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমি হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা, মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, এ টি ইউ এম তাজ রহমান, নাজমা আক্তার, মোস্তফা আল মাহমুদ, জহিরুল ইসলাম জহির, আরিফুর রহমান খান, মাসরুর মওলা, জসীম উদ্দীন ভূঁইয়া।