বিভিন্ন সীমান্ত দিয়ে প্রতিনিয়ত ভারতীয় নাগরিক ও রোহিঙ্গাদের পুশইন করা হচ্ছে। এমন পুশইনের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
বৃহস্পতিবার চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে বিজিবির ১০৩তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
বিজিবি মহাপরিচালক বলেন, বিভিন্ন সীমান্তে প্রতিনিয়ত পুশইন হচ্ছে। এ বিষয়ে আমাদের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়েও জানানো হয়েছে। ভারতীয় নাগরিক ও রোহিঙ্গাদেরও জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। শুরু থেকে আমরা এর কড়া প্রতিবাদ করে আসছি। এমন পুশইনের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে।
জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কোনো প্রস্তুতি বা নির্দেশনা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্তের ৮ কিলোমিটার এলাকায় ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা ও সুষ্ঠু ভোটগ্রহণে বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত হবার সম্ভাবনা রয়েছে। তবে নির্বাচন কমিশন কিংবা সরকার যে দায়িত্ব দেবে সেটা আমরা পালন করবো। ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি হয় কিংবা জনজীবনের নিরাপত্তার হানি ঘটে এক্ষেত্রে বিজিবিসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাভুক্ত সকল বাহিনী দায়িত্ব দেওয়া হয়েছে। সকলকে নিয়ে বুধবার মিটিং করেছেন প্রধান উপদেষ্টা। মিটিংয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজিবি মহাপরিচালক বলেন, বাংলাদেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সুদীর্ঘ সীমান্ত সুরক্ষাসহ সীমান্ত ভূমি ও সম্পদের নিরাপত্তা বিধান, মাদক ও অস্ত্রসহ অন্যান্য অবৈধ পণ্যের চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধসহ যেকোনো ধরণের আন্তঃসীমান্ত অপরাধ দমনে দক্ষতার স্বাক্ষর রেখে চলেছে। শুধু তাই নয়, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রেও বিজিবি অত্যন্ত বিশ্বস্ততা ও সুনামের সাথে দায়িত্ব পালনে সক্ষম হচ্ছে।
এর আগে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এ সময় বিজিটিসিএন্ডসি’র কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল গাজী নাহিদুজ্জামান উপস্থিত ছিলেন। ভাষণ প্রদান শেষে বিজিবি মহাপরিচালক ১০৩তম রিক্রুট ব্যাচের সেরা চৌকস রিক্রুট হিসেবে ১ম স্থান অধিকারী বক্ষ নম্বর-৫৭৪ সাইফ মিয়া এবং অন্যান্য বিষয়ে সেরা সৈনিকদের হাতে তাদের সফলতার জন্য ক্রেস্ট তুলে দেন। এরপর নবীন সৈনিকদের চৌকস দল কর্তৃক বিজিবি মহাপরিচালককে সশস্ত্র সালাম প্রদানের মাধ্যমে কুচকাওয়াজ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল