এসএসসির ফলাফলে ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস। এ বছর ৩২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ জিপিএ-৫ পেয়েছে।
বৃহস্পতিবার এসএসসির ফল ঘোষণার পর এ তথ্য নিশ্চিত করেছেন স্কুলের প্রধান শিক্ষক মো. ইমন হোসেন।
এর আগেও একাধিকবার শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশ সেরা ফল অর্জন করে এই প্রতিষ্ঠান।
স্কুলটির প্রশাসনিক বিভাগ সূত্রে জানা গেছে, এবার বিজ্ঞান বিভাগ থেকে ৩১৭ জন ও ব্যবসায় শিক্ষা শাখার তিন জনসহ মোট ৩২০ পরীক্ষার্থী এসএসসিতে অংশ নেয়। এর মধ্যে সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়।
প্রধান শিক্ষক মো. ইমন হোসেন বলেন, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয়ই হচ্ছে ভালো ফলের মূল মন্ত্র।
বিডি প্রতিদিন/কেএ