কানাডায় মাঝআকাশে দুটি প্রশিক্ষণ প্লেনের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন দুই ট্রেনি পাইলট। নিহতদের একজন ভারতীয় নাগরিক, যার নাম শ্রীহরি সুকেশ (২৩)। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে কানাডার মানিটোবা প্রদেশের হার্ভস এয়ার পাইলট ট্রেনিং স্কুলে।
বৃহস্পতিবার হিন্দুস্তান টাইমস বিষয়টি নিশ্চিত করেছে। পত্রিকাটি জানায়, নিহত দুই পাইলটই প্লেন ওড়ানো এবং অবতরণের অনুশীলন করছিলেন। ট্রেনিং চলাকালেই প্লেন দুটি পরস্পরের মুখোমুখি এসে সংঘর্ষে লিপ্ত হয় এবং ভেঙে পড়ে।
হার্ভস এয়ার স্কুলের প্রেসিডেন্ট অ্যাডাম পেনার জানান, দুজন পাইলটই সিঙ্গল ইঞ্জিনের প্লেন নিয়ে আকাশে ছিলেন। রেডিও যোগাযোগ ব্যবস্থা থাকা সত্ত্বেও তারা পরস্পরের উপস্থিতি বুঝতে পারেননি বলে ধারণা করা হচ্ছে। উভয় পাইলট একই রানওয়েতে অবতরণের চেষ্টা করছিলেন, আর তখনই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনাটি।
দুর্ঘটনায় প্লেন দুটির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা হয় শ্রীহরি সুকেশ এবং তার সহপাঠী সাভানা মে রয়েস (২০)-এর মরদেহ। সুকেশ ভারতের কেরালা রাজ্যের কোচি শহরের বাসিন্দা ছিলেন। স্বপ্ন ছিল পেশাদার পাইলট হওয়ার, সেই লক্ষ্যে প্রশিক্ষণের জন্য কানাডায় গিয়েছিলেন তিনি। কিন্তু মাঝপথেই থেমে গেল তার আকাশে উড়ার সেই স্বপ্ন। ঘটনার পর কানাডার ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে চলছে তদন্ত কার্যক্রম।
সূত্র : সিবিএস নিউজ ও এনডিটিভি।
বিডি-প্রতিদিন/শআ