প্রতিবছরের ন্যায় এবারও বাংলাদেশ থেকে উপহারের আম পাঠানো হয়েছে ভারতে। বুধবার (৯ জুলায়) দুপুর ২টার দিকে বেনাপোল বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে একটি আমের ট্রাক প্রবেশ করে ভারতের পেট্রাপোল বন্দরে। তাতে ৪০০ কেজি উপহারের আম ছিল। বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার আমের ট্রাক ভারতে ঢোকার বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করে জানান, আম বেনাপোল বন্দরে এসে পৌঁছালে দ্রুত কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতে পাঠানো হয়।
জানা গেছে, বেনাপোল বন্দরের শূন্যরেখা থেকে উপহারের আম বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গ্রহণ করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপহাইকমিশনের ভারপ্রাপ্ত ডেপুটি হাই কমিশনার আশরাফুর রহমান। তিনি পরবর্তীতে নিদিষ্ট গন্তব্যে পৌঁছে দেবেন। এদিকে আমগুলো কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপহাইকমিশন আমগুলো পরবর্তীতে কোথায় পৌঁছাবেন তা বেনাপোলে কর্মরত সরকারি দফতরের কেউ নিশ্চিত করতে পারেনি। তবে নির্ভরযোগ্য সূত্র গুলো নিশ্চিত করছে ভারত সরকারকে উপহার হিসাবে আমগুলো পাঠাচ্ছে বাংলাদেশ সরকার।
বিডি প্রতিদিন/এএ