স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে ১৫৪ রান তুলতে সক্ষম হয়েছে সফরকারী বাংলাদেশ। ফলে লঙ্কানদের জিততে করতে হবে ১৫৫ রান। টাইগারদের পক্ষে সর্বোচ্চ পারভেজ হোসেন ইমন ২২ বলে ৩৮ রান করেন।
বৃহস্পতিবার শ্রীলঙ্কার পাল্লেকেলেতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান করে বাংলাদেশ।
ব্যাট করতে নেমে দুই ওপেনার ইমন ও তানজিদ তামিমের ব্যাটে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ। এক প্রান্তে তামিম কিছুটা ধীরগতির ব্যাটিং করলেও আরেক প্রান্তে দুর্দান্ত ছিলেন ইমন। তামিম ১৬ রান করে ফিরলে ভাঙে ১৬ রানের উদ্বোধনী জুটি।
তিনে নেমে ব্যর্থ লিটন দাস। ১১ বলে ৬ রান করেছেন তিনি। পাওয়ার প্লেতে দারুণ ব্যাটিং করা ইমন ভুগেছেন পাওয়ার প্লে শেষে। তাতে ২২ বলে ৩৮ রানে থেমেছেন তিনি।
এরপর মোহাম্মদ নাঈম-তাওহিদ হৃদয়রা উইকেটে থিতু হলেও সুবিধা করতে পারেননি। তাদের ধীরগতির ব্যাটিং বেশ ভুগিয়েছে দলকে। শেষদিকে মেহেদি হাসান মিরাজ ও শামীম হোসেন উইকেটে এসে গিয়ার পরিবর্তনের চেষ্টা করেছেন। তাতে কোনোরকমে দেড়শ পেরিয়েছে বাংলাদেশ।
মিরাজ করেছেন ২৩ বলে ২৯ রান। শামীম করেছেন ৫ বলে অপরাজিত ১৪ রান। আর ২৯ বল খেলে ৩২ রানে অপরাজিত ছিলেন নাঈম।
শ্রীলঙ্কার মাহিশ থিকসানা নেন ২টি উইকেট।
বিডি-প্রতিদিন/বাজিত