এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় রাজধানীতে নাগমনি (১৭) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার দিবাগত রাতে গেন্ডারিয়ার তিন নং ওয়ার্ডের সিটি কলোনিতে এ ঘটনা ঘটে।
মৃতের বাবা বিকৃষ্ণা মেয়েকে অচেতন অবস্থায় রাত ১০ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
গেন্ডারিয়া থানার উপপরিদর্শক রিপন ইসলাম পরিবারের বরাত দিয়ে বলেন, শেরে বাংলা স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল। বৃহস্পতিবার তার রেজাল্ট দিয়েছে। সে অকৃতকার্য হওয়ায় অভিমানে সবার অগোচরে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। মরদেহটি ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ও তদন্ত সাপেক্ষে মৃত্যুর কারণ জানা যাবে বলেও এসআই জানান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ