বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত বাণিজ্য বন্ধ থাকায় দিল্লি সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন ত্রিপুরার অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। দিল্লিতে ১৬তম অর্থ কমিশনের বৈঠকে এ দাবি তোলা হয়। বৈঠকে
উত্তর-পূর্ব ভারতের রাজ্যমন্ত্রীরা বলেন, ভারত-বাংলাদেশ স্থল সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ থাকার কারণে ত্রিপুরাসহ উত্তরপূর্ব রাজ্যগুলোর ব্যাপক রাজস্ব ক্ষতি হচ্ছে। বৈঠকে ত্রিপুরার অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ষষ্ঠদশ অর্থ কমিশনের রাজস্ব ক্ষতি বাবদ ক্ষতিপূরণ দেওয়ার দাবি করেন। তিনি বলেন, অর্থ কমিশনের দায়িত্ব সব রাজ্যের জন্য কেন্দ্র থেকে রাজস্ব বণ্টন করা। এ বিষয়ে রাজ্য সরকারগুলোর তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তরপূর্ব রাজ্যগুলোর তিন দিকে বাংলাদেশ সীমান্ত। এ রাজ্যগুলোর আর্থিক পরিস্থিতি নির্ভর করে ভারত ও বাংলাদেশের মধ্যকার আমদানি-রপ্তানি বাণিজ্যের মাধ্যমে। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের কারণে আর্থ সামাজিক স্থিতি নির্ভর করে। কিন্তু বাণিজ্য বন্ধ থাকায় মেডিকেল সেক্টর পর্যটন ক্ষতিগ্রস্ত হয়েছে।