মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্তের হার বেড়েই চলেছে। প্রাণহানির ঘটনাও ঘটছে প্রায় প্রতিদিন। ঢাকা ও ঢাকার বাইরে ডেঙ্গুজ্বরে আক্রান্তের বিষয়টি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠেছে। সাধারণত বর্ষাকালে ডেঙ্গু সংক্রমণের হার বেড়ে যায়। কিন্তু এ বছর বর্ষা মৌসুম আসার আগেই এর প্রাদুর্ভাব বেড়েছে। এ পর্যন্ত ১৩ হাজারের বেশি রোগীকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। মারা গেছেন অর্ধশতকের বেশি মানুষ। সরকারের স্বাস্থ্য বিভাগের হিসাবের বাইরে ঘরে ঘরে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আরও বেশি বলা হচ্ছে। এদিকে দেশের দক্ষিণাঞ্চলের জেলা বরগুনায় জটিল রূপ নেয় ডেঙ্গু পরিস্থিতি। সেখানে ডেঙ্গুজ্বরে আক্রান্তদের চিকিৎসাসেবা দিতে রীতিমতো হিমশিম খায় সরকারের স্থানীয় স্বাস্থ্য বিভাগ। প্রয়োজনীয় ওষুধ, প্লাটিকেট কিট, জনবল, স্থান সংকটের কারণে হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলো চাপের মধ্যে রয়েছে। হাসপাতালের শয্যার চেয়ে বেশি রোগীর সংখ্যা। এরই মধ্যে চট্টগ্রামে শনাক্ত হয়েছে মশাবাহিত আরেক রোগ জিকা ভাইরাস। এ নিয়ে নতুন করে দুশ্চিন্তায় স্বাস্থ্য বিভাগ। জিকা ভাইরাসের উপসর্গ হলো জ্বর, হাত-পা শরীর ব্যথা ও ফুলে যাওয়া এবং শরীর লালচে হওয়া। চিকিৎসকরা বলছেন, জিকার সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। এর চিকিৎসা উপসর্গভিত্তিক। ডেঙ্গু বা জিকা নিয়ন্ত্রণে প্রধানতম কাজ হলো মশা নিয়ন্ত্রণ করা। আর মশা নিয়ন্ত্রণের মূল উদ্যোগ হবে মশার উৎপত্তিস্থল বিনাশ করা। এজন্য স্বেচ্ছা পদক্ষেপ নিতে হবে। নিজের আঙিনা, ঘরবাড়ি, নিজেকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। রাস্তাঘাট, ড্রেন, জলাশয়, হাটবাজার পাবলিক প্লেস পরিষ্কার ও জলাবদ্ধতা দূরীকরণে নিতে হবে সামাজিক ও সমন্বিত উদ্যোগ। গড়ে তুলতে হবে জনসচেতনতা। স্বেচ্ছা শ্রমভিত্তিক এই জনসচেতনতামূলক কর্মকাণ্ডে স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, তরুণদের তথা সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করতে হবে। আর এসবের সমন্বয়ের দায়িত্বে থাকবেন স্থানীয় জনপ্রতিনিধি, সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো। কিন্তু সময়মতো সঠিকভাবে মশার ওষুধ না ছিটালে, জলাবদ্ধতা দূর না করলে, লার্ভা ধ্বংস না করা হলে জনসচেতনতায়ও কোনো সুফল বয়ে আনবে না।
শিরোনাম
- শত্রুমিত্র বোঝা দায়
- রোমাঞ্চকর ম্যাচ জিতে টাইগারদের সিরিজ জয়
- জাতিসংঘে ড. ইউনূসের অংশগ্রহণে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হয়েছে : প্রেস সচিব
- মোহাম্মদপুরে বিশেষ পুলিশি অভিযানে গ্রেফতার ১৪
- সিরিজ জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৪৮ রান
- ‘বিএনপি সরকার গঠন করলে স্কুলের কারিকুলামে ক্রীড়া অন্তর্ভুক্ত হবে’
- ডেমরায় ৩১ দফার লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ নবীউল্লাহ নবীর
- বাগেরহাটে সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক নিহত
- আশুলিয়ায় ৯ লক্ষাধিক টাকাসহ ২৮ জুয়াড়ি আটক
- জনগণকে ধোঁকা দেওয়ার দিন শেষ : মির্জা আব্বাস
- শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- শিশুহত্যার অভিযোগে পরকীয়া প্রেমিকসহ মাকে গ্রেপ্তারের দাবি
- গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচন জরুরি : দুদু
- সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
- ক্যান্সার আক্রান্ত ছরোয়ারের পাশে থাকার আশ্বাস উপজেলা প্রশাসনের
- প্রতিমা বিসর্জনের সময় নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
- সুনামগঞ্জে ৩১ দফা প্রচারে নৌযাত্রা
- কুড়িগ্রামে ওসি নাজমুল আলম পুনর্বহাল
- চন্দনাইশে শহীদ জিয়ার স্মৃতিফলক পুনঃনির্মাণ ও বৈঠকখানা উদ্বোধন
- ফেসবুকে বিকৃত ছবি পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২০
ডেঙ্গুর চোখ রাঙানি
নিয়ন্ত্রণে চাই সমন্বিত উদ্যোগ
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর