নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের লাঙ্গলবন্দ সেতু থেকে মুন্সিগঞ্জের গজারিয়া পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৭ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ১০টা থেকে যানজট শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত একই অবস্থা বিরাজ করেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা ও যানবাহন চালকরা।
মহাসড়কের ঢাকামুখী লেনে লাঙ্গলবন্দ থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যানজটটি ছড়িয়ে পড়ে। অনেক যাত্রী ঘণ্টার পর ঘণ্টা এক স্থানে আটকে থাকতে বাধ্য হয়েছেন।
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, লাঙ্গলবন্দ সেতুতে একাধিক খানাখন্দের কারণে যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে সেতু এলাকায় ধীরগতির যানবাহন আটকে যায়, যা ধীরে ধীরে দীর্ঘ যানজটে রূপ নেয়।
ঢাকাগামী যাত্রী কামাল হোসেন জানান, ‘আমি এক ঘণ্টারও বেশি সময় ধরে মোগরাপাড়া চৌরাস্তায় গাড়িতে বসে আছি। গাড়ি একদম নড়ছে না। শুনেছি লাঙ্গলবন্দ ব্রিজের গর্তের কারণেই এই অবস্থা।’
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, ‘লাঙ্গলবন্দ ব্রিজের অবস্থা খুবই খারাপ। আমাদের পুলিশ সদস্যরা সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছেন। এখন কিছুটা স্বাভাবিক হয়েছে।’
এ বিষয়ে নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, ‘টানা বৃষ্টিতে সড়কের পিচ ও বিটুমিন সরে গিয়ে বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। বিশেষ করে লাঙ্গলবন্দ সেতুর প্রবেশপথে ক্ষয়ক্ষতির কারণে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগের একটি দল সেখানে তাৎক্ষণিক মেরামতের কাজ করছে।’
বিডি প্রতিদিন/আশিক