নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন করার নির্দেশিকা বাতিল করেছে উপদেষ্টা পরিষদ। একই সঙ্গে সব ক্ষেত্রে প্রোটোকল নির্দেশিকা পর্যালোচনার জন্য জ্বালানি, সড়ক ও রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ ও পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি এক মাসের মধ্যে উপদেষ্টা পরিষদের বিবেচনার জন্য উপযুক্ত সংশোধনী প্রস্তাব উপস্থাপন করবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শেখ হাসিনার প্রায় ১৬ বছরের স্বৈরাচারী শাসনামলে সরকারি কর্মকর্তাদের তাঁকে ‘স্যার’ বলে সম্বোধন করার জন্য একটি নির্দেশিকা জারি করা হয়েছিল বলে জানা গেছে। এই রীতি অন্যান্য উচ্চপদস্থ নারী কর্মকর্তার ক্ষেত্রেও প্রযোজ্য ছিল, যাঁরা ‘স্যার’ নামে পরিচিত ছিলেন এবং এখনো পরিচিত, যা স্পষ্টতই অদ্ভুত। গতকাল উপদেষ্টা পরিষদ আনুষ্ঠানিকভাবে এই নির্দেশিকা বাতিল করে। উপদেষ্টা পরিষদ মন্ত্রিসভা কর্তৃক জারি করা অন্যান্য বিস্তৃত প্রোটোকল নির্দেশিকা পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করে এবং এ বিষয়ে সংশোধনী প্রস্তাব দিতে একটি কমিটি গঠন করেছে।