আষাঢ় এলে কদম ডালে
জোড়া জোড়া ফুল
টাপুরটুপুর বৃষ্টি পড়ে
প্রাণে লাগে দুল।
সবুজ পাতার ফাঁকে দুলে
হলদে কদম ফুল
আকাশজুড়ে বিছিয়ে দেয়
মেঘের কালো চুল।
শীতল হাওয়া ছুঁয়ে হাসে
তরুলতা ঘাস
বিলের জলে ভেসে বেড়ায়
বুনো পাতিহাঁস।
আষাঢ় এলে কদম ডালে
জোড়া জোড়া ফুল
টাপুরটুপুর বৃষ্টি পড়ে
প্রাণে লাগে দুল।
সবুজ পাতার ফাঁকে দুলে
হলদে কদম ফুল
আকাশজুড়ে বিছিয়ে দেয়
মেঘের কালো চুল।
শীতল হাওয়া ছুঁয়ে হাসে
তরুলতা ঘাস
বিলের জলে ভেসে বেড়ায়
বুনো পাতিহাঁস।
৯ মিনিট আগে | জাতীয়
৫৬ মিনিট আগে | রাজনীতি