ঘরের কোণে লুকিয়ে ছিল,
ছোট্ট এক দুষ্টু বিড়াল।
কালো কালো চোখ দুটো তার,
কী দুষ্টুমি মাখা মন!
মাছ ভাজছিল মা যে তখন,
গন্ধে ম ম চারিপাশ।
লুকিয়ে দেখছে দুষ্টু বিড়াল,
কেমনে খাবে মাছ!
একলা পেয়ে যেই না সুযোগ,
লাফিয়ে পড়ল মাছের পাতে।
মাছ নিয়ে সে ভোঁ দৌড় দিল,
যাবে না আর ধরা তাকে।
মা দেখে তো অবাক তখন,
হাসতে হাসতে শেষ।
দুষ্টু বিড়াল মাছটি খেল,
গল্প হলো মজার বেশ।